পৃষ্ঠাসমূহ

মেঘালয়ের কোলে জোছনা ও জোনাকি

এই শহর আমাকে ক্লান্ত করে তোলে। বিষণ্ন করে তোলে। নানা জট, নানান জটিলতা আর সম্পর্কের টানাপড়েনে বড্ড হাঁপ ধরে যায়। মনের মধ্যে সর্বদাই একটা...

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

তাঁর ছবি দেখলে মন ভালো হয়ে যায়

মন খারাপ থাকলে আমি তার ছবি দেখি। মন ভালো থাকলেও দেখি। মন খারাপের সময় দেখার কারণ, তাতে মন ভালো হয়ে যায়। মন ভালো থাকার সময় না দেখার তো কোনো কারণ নেই। আসলে তাকে আমার খুব ভালো লাগে। কেন লাগে, তার ব্যাখ্যা আমি দিতে পারবো না। কেন জোছনা ভালো লাগে, কেন বৃষ্টি ভালো লাগে, কেন ফুচকা ভালো লাগে, আমি বোঝাতে পারবো না। ভালো লাগা বোঝানো যায় না। অনুভূতি দিয়ে বুঝে নিতে হয়। 

তার মধ্যে আছে মায়াবী এক সৌন্দর্য। তা আমাকে অসম্ভব টানে। হরিণীর মতো মায়াকাড়া তার চোখ। কেমন যেন আবেশ জড়ানো। সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয়, সে কেবল আমাকেই দেখছে। তখন বুকের মধ্যে ছড়িয়ে পড়ে রঙধনু। তাকে খুব আপন আপন মনে হয়। মায়াবিনী মনে হয়। তার হাসিতে যেন মুক্ত ঝরানো। কমনীয় হাসি। নিস্পাপ হাসি। তাতে আছে অনাবিল সারল্য। চুমুকে চুমুকে পান করতে ইচ্ছে জাগে। সারা মুখে আলোর বিচ্ছুরণ।অন্ধকারও আলোকিত হয়ে যায়। কিযে অপরূপা লাগে।  

তাকে যে কত রূপে দেখি। কত ভঙিমায় দেখি। কত রকম পোশাকে দেখি। সে যখন যে সাজ দেয়, যে পোশাক পরে, যে চরিত্র ধারণ করে, মনে হয় সেটি কেবল তাকেই মানায়। এত সুন্দর মানুষ কী করে হয়? দুধে আলতা রঙ বললে যা বোঝায়, অবিকল তাই। আচ্ছা, সে কি দুধে আলতা মিশিয়ে খায়? সুন্দর থাকার জন্য কত জনে কত কী করে। তার সৌন্দর্যের গোপন রহস্য দুধে আলতা নয়তো। এটা একদিন খেয়ে দেখলে হয়, কেমন লাগে? বয়সটাকে কি সুন্দর একই ফ্রেমে বাঁধিয়ে রেখেছে। রূপকথার সেই রাজকন্যার মতো যেন চিরায়ত সৌন্দর্যের প্রতিমা হয়ে আছে। 

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদকের দফতরে বাঁ থেকে মোজাম্মেল বাবু, দুলাল মাহমুদ, সাবেক ফুটবলার নওশের, সাইদুর রহমান প্যাটেল ও জয়া আহসান।


কে এই সুন্দরীতমা? নাম না লিখলেও তাকে চিনতে না পারার কোনো কারণ নেই। পৃথিবীতে তিনি এক ও অদ্বিতীয়। দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী দেশে তিনি অনেক আগেই সুখ্যাতি অর্জন করেন। এখন আন্তর্জাতিক পরিসরেও তিনি আলো ছড়াচ্ছেন। তার প্রতিভা দিয়ে, তার সৌন্দর্য দিয়ে, তার ভুবনমোহিনী হাসি দিয়ে।

মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ নারী অভিনয়শিল্পী বিভাগে পুরস্কার জিতেছেন। অভিনন্দন জয়া আহসান। কুয়াশামাখা এই সকালে প্রাণখুলে গাইতে ইচ্ছে করছে, 'তুমি না থাকলে সকালটা এতাে মিষ্টি হতাে না।'

৯ ডিসেম্বর ২০২০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন