পৃষ্ঠাসমূহ

মেঘালয়ের কোলে জোছনা ও জোনাকি

এই শহর আমাকে ক্লান্ত করে তোলে। বিষণ্ন করে তোলে। নানা জট, নানান জটিলতা আর সম্পর্কের টানাপড়েনে বড্ড হাঁপ ধরে যায়। মনের মধ্যে সর্বদাই একটা...

সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

লন্ডন থেকে জবাব দিয়ে দেওয়ায় ফিরে আসেন প্রিয় মাতৃভূমিতে। এরপর শুধু মৃত্যুর অপেক্ষা। মৃত্যুর অপেক্ষা তো আমরা সবাই করি। কিন্তু চিকিৎসকরা যখন অন্তিম কথা জানিয়ে দেন, তারপর তো আর কথা থাকে না। তবুও তো কিছু কথা রয়ে যায়। তাছাড়া অলৌকিক কিছু কি ঘটে না? দেশে ফিরে আসার পর যেভাবে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছিলেন, কথা বলছিলেন স্মার্টলি, তাতে মনে হয় নি জীবনবাদী এই ব্যক্তিত্ব এত তাড়াতাড়ি হুট করে চলে যাবেন। এ কারণেই তাঁর এভাবে চলে যাওয়াটা মন মেনে নিতে পারছে না। চেয়েছিলাম, তিনি আরো অনেক অনেক দিন
আমাদের মাঝে থাকুন। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তিনি যেভাবে সৃজনশীলতার বাগানে একের পর এক ফুল ফুটিয়ে যাচ্ছিলেন, তাতে আমরা তাঁর পাঠকরা দারুণভাবে আশাবাদী হয়ে ওঠছিলাম। কিন্তু সমস্ত আশার মৃত্যু ঘটিয়ে চলে গেলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বাংলা ভাষাকে কেতাদুরস্তভাবে কীভাবে পরিবেশন করা যায়, সেটা তো তাঁর কাছেই শিখেছিলাম। ব্যক্তিগতভাবে আমি হারালাম বাংলা ভাষার একজন শিক্ষককে। এ শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।
২৭ সেপ্টেম্বর ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন