পৃষ্ঠাসমূহ

মেঘালয়ের কোলে জোছনা ও জোনাকি

এই শহর আমাকে ক্লান্ত করে তোলে। বিষণ্ন করে তোলে। নানা জট, নানান জটিলতা আর সম্পর্কের টানাপড়েনে বড্ড হাঁপ ধরে যায়। মনের মধ্যে সর্বদাই একটা...

বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

জীবন ভারি রহস্যময়

জীবন থেকে চলে যায় এক একটি দিন। প্রতিটি দিনই কোনো না কোনো ব্যক্তি, সমষ্টি বা জাতীয় জীবনে কম-বেশি আঁচড় কেটে যায়। একটি দিনে জন্ম, মৃত্যু, সম্পর্ক গড়া, সম্পর্ক ভেঙে যাওয়া সহ কত কি হতে পারে। সব দিন তো আর সবার জীবনে সমানভাবে যায় না। কোনো দিন উজ্জ্বলতা ছড়ায়। কোনো দিন অনুজ্জ্বল থেকে যায়। দিনটি হতে পারে মধুর। হতে পারে তিক্ত। হতে পারে মিশ্র অনুভূতির। হতে পারে একান্তই গোপনীয়। স্বাভাবিক কারণেই তা ব্যক্ত করা যায় না। অন্য কারো সঙ্গে শেয়ারও করা যায় না। অনেক সময় বুকের মধ্যে ভারী পাথরের মতো চেপে থাকে। সেই পাথর বয়ে বেড়াতে হয় সারাজীবন। আমরা এমন এক সমাজে বাস করি, যেখানে নিজেকে মেলে ধরাও সহজ নয়। জীবন ভারি রহস্যময়। যতটা না ধরা দেয়, তারচেয়ে বেশি অধরাই রয়ে যায়। হয়তো কাউকে খুব কাছ থেকে দেখছি, জানছি, মনে করছি, এঁর কোনও কিছুই তো অজানা নয়। কিন্তু এমন অনেক গুরুতর বিষয় আছে, জানতেও পারা যায় না। ব্যক্তি বা ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টর জন্য দিনটি স্মরণীয়, যা অপ্রকাশিত ও লুকানো, নির্ধারিত সেই দিনে তাঁর বা তাঁদের জীবনে হয়তো ঢেউয়ে ঢেউয়ে দোল খাওয়া নৌকার মতো সুখে বা দুঃখে বুকের মধ্যে দুলিয়ে দেয়। কাছাকাছি থেকেও সুখ বা দুঃখের সেই দোলন অন্য কেউ অনুভব করতে পারে না। পারার কথাও নয়। আবার এমনও হতে পারে, সেই দিনটি একটা সময় জীবন থেকে হারিয়েও যায়। সেটা নির্ভর করে কে কীভাবে দিনটিকে হৃদয়ে স্থান দিয়েছেন, তার ওপর। কেউ কেউ আছেন, যত বড় ঘটনাই হোক না কেন, সেটিকে স্মরণীয় মনে করেন না। উড়িয়ে দেন তুড়ি মেরে। তাঁরা আরও বড় স্মরণীয় কোনও দিনের অপেক্ষায় থাকেন। তাছাড়া প্রতিদিন এত হিসাব-নিকাশ করতে হয়, এর বাইরে অতীতের হিসেবের খাতাটাকে ছুঁড়ে ফেলতে দ্বিধা হয় না। যাঁরা সেটা পারেন না, তাঁদেরই কেবল ভুগতে হয়। জীবন তো এমনই, কেউ নতুনের সন্ধানে থাকেন। কেউ অতীত নিয়ে আঁকড়ে থাকেন। অবশ্য অনেক সময় সেই অতীত নবরূপে ফিরেও আসে। এটা নির্ভর করে সময় ও দৃষ্টিভঙ্গির উপর। ১৮-৪-২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন